তিন দশক পর নির্মিত হল বসনিয়ার যুদ্ধবিধ্বস্ত ঐতিহাসিক মসজিদ

Post Iamge

Advertise

১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধের সময় বোমার আঘাতে ধ্বংস হওয়া ঐতিহাসিক আলাদজা মসজিদটি পুনরায় নির্মাণের পর মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়েছে।

প্রায় তিন দশক আগে বিধ্বস্ত হয়ে যাওয়া মসজিদটি সম্প্রতি খোলা হলে সেই অনুষ্ঠানে অংশ নেয় হাজার হাজার মানুষ। খবর বিবিসির।

জাতিগত বিরোধের জেরে বসনিয়ার সার্ব সেনারা পরিকল্পিতভাবে ওই যুদ্ধের শুরুতেই ফোকা অঞ্চলের আলাদজা মসজিদটি ধ্বংস করে।

ষোড়শ শতাব্দীর মসজিদটিকে অটোমান স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শনগুলোর একটি হিসেবে মনে করা হতো।

মসজিদটির পুনর্নির্মাণ প্রকল্প সম্পন্ন হতে বেশ কয়েকবছর সময় লেগেছে। তুরস্কসহ বিভিন্ন দেশ এর পুনর্নির্মাণ কাজের অর্থায়ন করে।

মসজিদটি ১৫৫০ সালের দিকে তৈরি করা হয়। সার্বরা ডিনামাইট দিয়ে এটি ধ্বংস করে দেয়।

মসজিদে বিস্ফোরক রাখার অপরাধে ২০১৮ সালে সাবেক একজন বসনিয় সার্ব সেনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

মসজিদটির আদি প্রস্তর-শৈলীর যেসব অংশ বিস্ফোরণের পর পরিত্যক্ত করে মাটি চাপা দেয়া হয়েছিল, সেই অংশগুলোও আবার মাটির নিচ থেকে বের করে আনা হয়েছে।

ফোকা শহরে মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার মুসলিম অংশগ্রহণ করেন। বসনিয়ার যুদ্ধের সময় শুধু ফোকাতেই ১২টি মসজিদ ধ্বংস করা হয়েছিল।

যুদ্ধের আগে ওই শহরে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা ছিল শহরের মোট জনসংখ্যার (৪১ হাজার) অর্ধেকেরও বেশি। কিন্তু বর্তমানে ওই শহরে মুসলিমের সংখ্যা ১ হাজারের কিছু বেশি।

বসনিয়া যুদ্ধের সময় নির্বিচরে মুসলিম নিধন ও গণহত্যার কারণে কুখ্যাতি লাভ করেছিল ফোকা। যুদ্ধের সময় শহটির নাম পরিবর্তন করে রাখা হয় স্রবিনিয়ে। কিন্তু ২০০৪ সালে বসনিয়ার আদালত শহটির পুরনো নাম পুনর্বহালের আদেশ দেন।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।