তারকামেলায় সোহেল-কনকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বিয়ে করেছেন। তার পাত্রী আইরিন আক্তার কনক। গতকাল রাজধানীর ইস্কাটন গার্ডেনের পুলিশ কনভেনসন হলে বৌ-ভাতের মধ্যদিয়ে সোহেল ও কনকের বিবাহোত্তর সংবর্ধনা হয়। সোহেল ও কনককে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছিলেন অনেক তারকা। তাদের মধ্যে ছিলেন-কন্ঠশিল্পী কুমার বিশ^জিৎ, আঁখি আলমগীর, মিনার, ইলিয়াস, তানজীব সারোয়ার, পূজা, জুয়েল মোর্শেদ, মিলন, চলচ্চিত্র পরিচালক সাদেক সিদ্দিকী, নাট্যনির্মাতা মোস্তফা কামাল রাজ, ইমরাউল রাফাতসহ আরো অনেকে।
Add Comment