তারকামেলায় সোহেল-কনকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

Post Iamge

Advertise

দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বিয়ে করেছেন। তার পাত্রী আইরিন আক্তার কনক। গতকাল রাজধানীর ইস্কাটন গার্ডেনের পুলিশ কনভেনসন হলে বৌ-ভাতের মধ্যদিয়ে সোহেল ও কনকের বিবাহোত্তর সংবর্ধনা হয়। সোহেল ও কনককে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছিলেন অনেক তারকা। তাদের মধ্যে ছিলেন-কন্ঠশিল্পী কুমার বিশ^জিৎ, আঁখি আলমগীর, মিনার, ইলিয়াস, তানজীব সারোয়ার, পূজা, জুয়েল মোর্শেদ, মিলন, চলচ্চিত্র পরিচালক সাদেক সিদ্দিকী, নাট্যনির্মাতা মোস্তফা কামাল রাজ, ইমরাউল রাফাতসহ আরো অনেকে। 

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।