তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আইনজীবী ইমতিয়াজ মাহমুদ

Post Iamge

Advertise

তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় লেখক ও আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি বিএম ফরমান আলী।

তিনি বলেন, খাগড়াছড়ির সদর থানায় ২০১৭ সালে করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি বলেন, আমাদের কাছে তার নামে একটি ওয়ারেন্ট এসেছিল। আমরা শুধু ওয়ারেন্ট তামিল করে দিয়েছি।

২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানি দেয়ার অভিযোগে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ইমতিয়াজ মাহমুদের নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় একটি মামলা করেন।

ইমতিয়াজ মাহমুদের ভাই পারভেজ বলেন, কেন তাকে গ্রেফতার করা হয়েছে আমরা এখনও জানি না। আমরা কোর্টে আছি, কাগজপত্র হাতে পেলে বিস্তারিত বলতে পারব।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।