ড্রোনে যাচ্ছে জেলেদের টাকা

উন্নত অনেক দেশেই ড্রোনে (মনুষ্যবিহীন আকাশযান) করে পণ্য সরবরাহ শুরু হয়েছে। কোথাও কোথাও ড্রোন দিয়ে সরবরাহ করা হচ্ছে জরুরি ওষুধ ও অঙ্গ-প্রত্যঙ্গ।
এরই ধারাবাহিকতায় এবার মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে জেলেদের অর্থ সরবরাহ। সাগর বা প্রত্যন্ত অঞ্চলে থেকেই তারা পেয়ে যাচ্ছেন মাছ বিক্রির টাকা।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাস আল খাইমাহ অঞ্চলের জেলে সমিতির পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে অর্থ সরবরাহ শুরু হয়েছে। সমিতির সদস্যদের প্রাপ্য অর্থের জন্য আর মার্কেটে আসতে হচ্ছে না।
জিপিএসের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে ড্রোন দিয়ে প্রাপ্য অর্থ পৌঁছে দেয়া হচ্ছে। সমিতির ডেপুটি চেয়ারম্যান হুমাইদ আল জাবি বলেন, সমিতির অন্তত ২০ সদস্যের কাছে এভাবে টাকা পৌঁছে দেয়া হচ্ছে। তারা শহর থেকে অনেক দূরে থাকেন।
সেখান থেকে এসে টাকা সংগ্রহে অনেক সময়, অর্থ ও শ্রম ব্যয় হয়। এ ছাড়া প্রায় সময়ই তাদের মাছ ধরার জন্য সাগরে থাকতে হয়। তাই তাদের ঝামেলামুক্ত রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এখন তারা অধিক সময় মাছ ধরার কাজে ব্যস্ত থাকতে পারছেন।
Add Comment