ডিম ভেঙে প্রতিবাদ : অস্ট্রেলিয়ার সেই সিনেটর আসন হারালেন

Post Iamge

Advertise

নিউজিল্যান্ডে দুই মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় দেশটির অভিবাসন নীতিমালাকে দায়ী করেছিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেসার অ্যানিং। হামলার জন্য মুসলিম অভিবাসনকে দায়ীকারী বর্ণবাদী এই সিনেটর নির্বাচনে তার আসন হারিয়েছেন। 

ফ্রেসার অ্যানিং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে মার্চ মাসে ব্যাপক গণহত্যার কয়েক ঘণ্টা পর মুসলিম অভিবাসনের বিরুদ্ধে গালাগালি করে ব্যাপক নিন্দা কুড়ান। তার মাথায় একটি কাঁচা ডিম ভেঙে প্রতিবাদ জানায় একজন কিশোর এবং তিনি কিশোরকে শারীরিকভাবে আঘাত করে আরো সমালোচনার মুখোমুখি হন। 

 

শনিবার তিনি তার নিজের দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারবেন বলে আশা করা যায়নি। গত নির্বাচনে যখন তিনি মাত্র ১৯টি ভোট পেয়েছিলেন। কিন্তু একজন সিনেটরকে সংবিধানের ভিত্তিতে অযোগ্য ঘোষণা করার কারণে গত বছর তাকে সিনেটে নিযুক্ত করা হয়েছিল।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ