ডাবলিনে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন টাইগাররা

Post Iamge

Advertise

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছেড়েছিলেন বুধবার সকালে। আর ডাবলিনে টানা দুই দিন যথারীতি অনুশীলনে ঘাম ঝরান টাইগাররা। বুধবার রাতে ডাবলিনে পা রাখে বাংলাদেশ দল। অলরাউন্ডার ফরহাদ রেজা মঙ্গলবার রাতেই রওনা হয়েছিলেন আয়ারল্যান্ডে। আর বাংলাদেশ দলের অপর অলরাউন্ডার সাকিব আল হাসান তার পরিবার নিয়ে যাত্রা করেন বুধবার সন্ধ্যায়। কয়েক ঘণ্টা আগে পরে হলেও রাতেই টিম হোটেলে মিলিত হয় সবাই। রাতটা কাটিয়ে বৃহস্পতিবার সকালেই টিম মিটিংয়ে যোগ দেন দলের খেলোয়াড়রা। এরপর বিকালে নেমে পড়েন অনুশীলনে।আয়ারল্যান্ডের  পেমব্রোক ক্রিকেট ক্লাব মাঠে বিকালে প্রায় দু’ঘন্টা অনুশীলন করেন বাংলাদেশ ক্রিকেট দলের ১৯ সদস্য। একই মাঠে গতকালও অনুশীলনে ঘাম ঝরান টাইগাররা। আগামীকাল আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মাশরাফি বাহিনী। 
৭ই মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ৯ই মে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। ১৩ই ও ১৫ই মে আবার ওই দুই দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে আগামী ১৭ই মে। 
দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বলেন, আয়ারল্যান্ডে প্রত্যেকটি ম্যাচ জিততে চান তিনি। ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজকে বেশ গুরুত্ব সহকারে নিয়েছেন মাশরাফি। কারণ আয়ারল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের কন্ডিশন ও পিচের চরিত্রে অনেক মিল রয়েছে। ইংল্যান্ডে আয়োজিত ২০১৭-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল টাইগাররা। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার গৌরব কুড়ায় বাংলাদেশ।
বিশ্বকাপ দলের বাইরের চার জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ড সফরে। আয়ারল্যান্ড সিরিজটা তাদের জন্য সামর্থ্য প্রমাণের মঞ্চ। চার ক্রিকেটার তাসকিন আহমেদ, ফরহাদ রেজা, নাঈম ও ইয়াসির রাব্বির দিকে চোখ থাকবে টিম ম্যানেজমেন্টের। আয়ারল্যান্ডে প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে পারলে তাদের যে কারও বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হতে পারে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ