ট্রাফিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Post Iamge

Advertise

ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় বনানীর সেতু ভবনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ও বিআরটিএ’র চেয়ারম্যান মশিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩ : মাদক রাখা ও সেবনের দায়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯৩.৫ গ্রাম ১০০০ পুরিয়া হেরোইন, ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও ৩০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

ট্রাফিক আইন অমান্যে সাড়ে ৪ হাজার মামলা : নগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৬২৯টি মামলা ও ২৩,০৯,০০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

এছাড়াও অভিযানকালে ২০টি গাড়ি ডাম্পিং ও ৮৬৭টি গাড়ি রেকার করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত অভিযান চলে।

জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৭৬টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৮৬৩টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৮টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৫০৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০৬টি মোটরসাইকেল আটক করা হয়।

সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৭টি মামলা করা হয়।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ