জাহিদ হাসানের ‘আলাল-দুলাল’

ঈদের একটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার বিপরীতে রযেছেন নুসরাত ইমরোজ তিশা। নাটকের নাম ‘আলাল-দুলাল’। মুনতাহা বৃত্তা সাচির গল্পে এ নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি এর শুটিংয়ে অংশ নিয়েছেন জাহিদ। এ অভিনেতা বলেন, বেশ আলাদা গল্পের একটি নাটক। আমার বেশ ভালো লেগেছে এখানে কাজ করতে। এটি ঈদের বিশেষ ধারাবাহিক।আমার বিশ্বাস নাটকটি ভালো লাগবে সবার।
Add Comment