ছুটি শেষে ইংল্যান্ডের পথে মাশরাফি

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ে পর দলকে ছেড়ে ছুটিতে দেশে এসেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ছুটি কাটিয়ে আজ বিশ্বকাপ খেলা উদ্দেশ্যে ইংল্যান্ডে রওনা দিয়েছেন মাশরাফি। ছুটিতে এসে মিডিয়ার সঙ্গে কথা বলেননি। এমনকি ব্যক্তিগত যোগাযোগের ফোনটিও বন্ধ করে রেখেছিলেন। পুরো সময়টাই কাটিয়েছেন নড়াইলে। আজ বিমানে চড়ার আগেও দল নিয়ে কিছুই বলেননি মাশরাফি। সৌজন্যতা রক্ষায় যা একটু বলেছেন, ‘সবাই দোয়া করবেন। চেষ্টা করব ভালো করার। বাংলাদেশ যেন ভালো খেলে।’
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ে তৃপ্তির ঢেকুর তুলতে চান না মাশরাফি। তিনি বলেন, ‘দুইটা টুর্নামেন্টই আলাদা। আশা করি সবার আত্মবিশ্বাস ভালো আবস্থায় আছে। ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। সেটা পারলে আশা করি ভালো কিছুই হবে।’
আগামী ২৪শে মে শুরু হবে আইসিসির সাপোটিং পিরিয়ড। এর আগ পর্যন্ত লেস্টারের নিজের খরচেই অবস্থান করবে বাংলাদেশ। পরে ২৬ ও ২৮শে মে পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ইংল্যান্ডে পৌছেই আইসিসির সংবাদ সম্মেলনের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন মাশরাফি। সেখানে অংশ নিয়ে পরদিন দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
Add Comment