গেইলদের পাঞ্জাবকে হারিয়ে প্লে অফের স্বপ্ন দেখছে কলকাতা

ব্যাটিং দানব ক্রিস গেইল এবং চলতি আইপিএলে ‘মাসালম্যান’ খ্যাতি পাওয়া আন্দ্রে রাসেলের ম্যাচে নায়ক শুভম গিল।
এই ভারতীয় ব্যাটসম্যানের তাণ্ডবে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফে খেলার স্বপ্ন টিকে রাখল কলকাতা নাইট রাইডার্স।
শুক্রবার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৩ রান করে পাঞ্জাব।
টার্গেট তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে কলকাতা। দলের জয়ে ৪৯ বলে ৫৯ রান করেন শুভম গিল। এছাড়া ২২ বলে ৪৬ রান করেন ক্রিস লিন।
ঘূর্ণিঝড় ফনির মধ্যেই ব্যাটিংয়ে ঝড় তোলেন স্যাম কারান ও নিকোলাস পুরান। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএলের চলতি আসরের ৫২তম ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালান কিংস ইলেভেন পাঞ্জাবের এই দুই বিদেশি।
টস হেরে প্রথমে ব্যাটিং করে ক্রিস গেইলদের পাঞ্জাব।
ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার লোকেশ রাহুল ও ক্রিস গেইল। মাত্র ২২ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন তারা।
তৃতীয় উইকেটে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন নিকোলাস পুরান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে পাঞ্জাব।
২৭ বলে চারটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৪৮ রান করে ফেরেন পাঞ্জাবের ক্যারিবীয় ব্যাটসম্যান পুরান। মাত্র ২০ রানের ব্যবধানে ফেরেন ২৬ বলে ৩৬ রান করা আগরওয়াল। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৭ বলে ২৫ রান করেন সন্দীপ শর্মা।
ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান স্যাম কারান। মাত্র ২৪ বল খেলে দুটি ছক্কা ও সাতটি চারের সাহায্যে অপরাজিত ৫৫ রান করেন এই ইংলিশ ব্যাটসম্যান।
স্যাম কারানের ঝড়ো ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন পাঞ্জাব।
Add Comment