গাজায় ইসরাইলি হামলার প্রতি শতভাগ সমর্থন ট্রাম্পের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতি শতভাগ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার এক টুইটবার্তায় ট্রাম্প তার সমর্থনের কথা জানান। খবর আনাদোলুর।
টুইটবার্তায় ট্রাম্প লেখেন, ইসরাইল আবারও হামাস ও ইসলামী জিহাদের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর মারাত্মক রকেট আক্রমণের মুখোমুখি হয়েছে।
ইসরাইলি নাগরিকদের রক্ষায় এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর প্রতিরোধকে আমরা শতভাগ সমর্থন জানাচ্ছি।
ট্রাম্প আরও লেখেন, ইসরাইলের বিরুদ্ধে গাজার জনগণের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের শুধু দুঃখই বাড়াবে, এর বেশি কিছু তারা পাবে না।
তাই অবিলম্বে গাজাবাসীর এ ধরনের সহিংসতা বন্ধ করে শান্তির জন্য কাজ করার আহ্বান জানান ট্রাম্প।
এদিকে রোববার পর্যন্ত ইসরাইলি বাহিনীর বিমান হামলায় দুই গর্ভবতী ও দুই শিশুসহ ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
শুক্রবার থেকে শুরু হওয়া সংঘর্ষ ক্রমেই বেড়ে চলছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গাজায় শক্তিশালী আক্রমণের নির্দেশ দিয়েছেন।
Add Comment