গরম থেকে রেহাই পেতে গোবরে মোড়া গাড়ি!

Post Iamge

Advertise

গ্রীষ্মের দাবহাহ দিন দিন বেড়েই চলেছে। তীব্র এই গরম থেকে বাঁচতে কত কিছুই না করছি আমরা। কিন্তু এই গরম থেকে বাঁচতে অভিনব এক পন্থা খুঁজে বের করলেন ভারতের আহমেদাবাদের এক বাসিন্দা সেজাল শাহ৷ যা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

কলকাতার একটি দৈনিকের প্রতিবেদনে জানা গেছে, আহমেদাবাদের তাপমাত্রা এখন ৪৫ ডিগ্রির উপরে। তীব্র গরমে গাড়িতে যাতায়াতেও খুব কষ্ট। গাড়ির এয়ারকন্ডিশন এই গরমে কাজ করছে না। তাই আহমেদাবাদের বাসিন্দা সেজাল শাহ যাতায়াতের পথে নিজেদের আরামের কথা মাথায় রেখে নিজের গাড়ি গোবরের প্রলেপে মুড়ে ফেলেছেন।

কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই গাড়ির ছবি পোস্ট করেন রূপেশ গৌরাঙ্গ দাস নামে এক যুবক। আর সেই ছবিতে দেখা গেছে, গোবরের প্রলেপে ঢাকা একটি বিশাল বহুল গাড়ি।

নিজের পোস্টে রূপেশ লিখেছেন, গোবরের সর্বশ্রেষ্ঠ ব্যবহার।

ছবিটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই কীভাবে এই কাজটি করা হয়েছে, তা জানতে আগ্রহ প্রকাশ করেন অনেকেই। কেউ আবার জিজ্ঞেস করেছেন গোবরের কটি স্তর গাড়ি ঠান্ডা রাখতে সক্ষম? ইতিমধ্যেই এই গাড়িটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।