গম্ভীর নারীদের অসম্মান করতে পারেন না: ইউসুফ পাঠান

আম আদমি পার্টির প্রার্থী অতিশি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর বলে অভিযোগ উঠেছে। তবে এর পর থেকেই একের পর একজনকে পাশে পাচ্ছেন গম্ভীর। এবার সেই বিতর্কের মুখে পাশে পেলেন সাবেক সতীর্থ ইউসুফ পাঠানকে।
সোশ্যাল মিডিয়া টুইটারে পাঠান লিখেছেন- গৌতম গম্ভীর একজন সম্মানী ব্যক্তি। তিনি কোনো নারীকে অসম্মান করতে পারেন না। এর আগে ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংও এ বিতর্কে গম্ভীরের পাশে দাঁড়ান।
নির্বাচনী প্রচারপত্রে অতিশি সম্পর্কে ‘অশ্লীল ও মানহানিকর’ মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেন গম্ভীর। এ অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি অতিশি, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়ার বিরুদ্ধে সম্মানহানির মামলাও করেন সাবেক ভারতীয় ওপেনার।
Add Comment