খেল দেখিয়ে ছিটকে পড়লেন হেমা মালিনী

Post Iamge

Advertise

ভোটের মাঠে প্রায় প্রতিদিনই নতুন নতুন চমক দেখিয়েছেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী। একেক কেন্দ্রে একেক রকম চমক। কোথাও হেলিকপ্টারে আবার কোথাও কাঁস্তে হাতে গমক্ষেতে।

মথুরাতেও দেখিয়েছেন নতুন চমক। এসব চমকের উদ্দেশ্য একটিই- ওরা যেন বোঝে হেমা তাদেরই লোক। ভোটের এ মোহিনী প্রচারে রীতিমতো ট্রাক্টরে চালকের আসনেও উঠে বসেছিলেন।

কিন্তু নির্বাচনী মাঠে ভোটারদের মন জয় করতে ব্যর্থ হয়েছেন হেমা মালিনী।

বিজেপি দলের প্রার্থী হয়ে উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি।

বৃহস্পতিবার ভারতের ভোট গণনার বেসরকারি ফলে পিছিয়ে আছেন হেমা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) থেকে কুনওয়ার নরেন্দ্র সিং তাকে ধরাশায়ী করেছেন। খবর আনন্দবাজার ও এনডিটিভির।

উত্তরপ্রদেশের ৮০ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৫৫টি। অন্যদিকে বিএসপি, এসপি ও আরএলডি জোট পেয়েছে ২৩ আসন। কংগ্রেসের ভাগ্যে জুটেছে মাত্র ২ আসন।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।