খালিদ হোসেনের শারিরীক অবস্থার অবনতি

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ও গবেষক খালিদ হোসেনের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। চিকিৎসকরা যে কোন বিষয়ের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে বলেছেন। এমনটাই জানিয়েছেন খালিদ হোসেনের ছাত্র নজরুলসংগীতশিল্পী পরদেশী সিদ্দীক। তিনি বলেন, তিনি এখন আর কথা বলতে পারছে না। কারো ডাকে সাড়াও দিচ্ছেন না। ডাক্তার আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছেন। আর ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া যাচ্ছে না। কারণ সুস্থ থাকা অবস্থাতেই তিনি বলেছিলেন, তাকে যেনো লাইফ সাপোর্টে না নেওয়া হয়। সবাই তার জন্য দোয়া করবেন। খালিদ হোসেন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. উত্তম কুমার বড়ুয়ার অধীনে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রীর নির্দেশে এ শিল্পীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এই ডাক্তার। দীর্ঘদিন ধরে হার্ড, কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছেন খালিদ হোসেন।
Add Comment