ক্রিকেটারদের মাকে নিয়ে রুবাইয়েতের ভিন্নধর্মী কাজ

Post Iamge

Advertise

জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়ারদের মধ্যে আছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রুবেল, মাহমুদ উল্লাহ, মোসাদ্দেক। এই ছয় জন ক্রিকেট তারকার মা তাদের সন্তানকে ঘিরে নানা সময়ের স্মৃতিকথা বলেছেন এবং তা নিয়ে ভিন্নধর্মী একটি ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা রুবায়েত মাহমুদ। এই নির্মাতা আজ জানান, এরইমধ্যে এর শুটিং শেষ হয়েছে। এটাকে আমরা ওভিসি (অনলাইন ভিডিও কর্মাশিয়াল) বলে থাকি। লাইফবয়ের সৌজন্যে এ কাজটি মূলত আমার করা। এজেন্সির নাম গ্রুপ ডট। মূল আইডিয়া আল রাশীদ প্রধানের। মাশরাফি বিন মর্তুজার মা হামিদা মর্তুজা, সাকিব আল হাসানের মা শিরিন রেজা, মুশফিকুর রহিমের মা রহিমা খাতুন, মোসাদ্দেকের মা হোসনে আরা বেগম, মাহমুদউল্লাহর মা আরাফাত বেগম এবং রুবেল হোসেনের মা মিনারা বেগম ভিডিওতে তাদের সন্তানকে ঘিরে নানা সময়ের স্মৃতিকথা বলেছেন এবং ভিডিওতে তা আমি তুলে ধরার চেষ্টা করেছি। যা প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। নির্মাতা হিসেবে এখন পর্যন্ত এটা আমার জীবনের সেরা কাজ বলতে চাই আমি। আর আমার টিম বিগফিশকে অসংখ্য ধন্যাদ। তাদের ছাড়া এ কাজটি করা সম্ভব হত না।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।