কোহলি-গেইলকে টার্গেট আর্চারের

Post Iamge

Advertise

ইংল্যান্ডের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেয়াটা ছিল প্রথম টার্গেট। গেল মঙ্গলবার সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার বিশ্বকাপ দলে স্থান পেয়ে পরবর্তী টার্গেট স্থির করে ফেলেছেন জোফরা আর্চার।

তিনি জানিয়েছেন, এ বিশ্ব আসরে ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলি ও ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলকে শিকার করতে চান।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খুব বেশি আলো ছড়াতে পারেননি আর্চার। তবে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন। সেই পারফরম্যান্সেই ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পেয়ে গেছেন।

যেকোনো ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বমঞ্চে পারফরম করার। সেই সুযোগ পাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে নিজের লক্ষ্যের কথা জানান আর্চার। ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংলিশ পেসারের ইচ্ছা ছিল- বিশ্বকাপে এবি ডি ভিলিয়ার্সের বিপক্ষে বল করার। তবে তিনি অবসর নেয়ায় তা পূরণ হচ্ছে না।

আর্চার বলেন, আমি কোহলিকে শিকার বানাতে চাই। আইপিএলে তা পারিনি। বিশ্বকাপে এবিকে বল করতে চাই। কিন্তু সে তো খেলছে না। গেইলের উইকেট আবারও পেতে চাই। আমি যেমন খেলি সেটির প্রভাব রাখতে চাই। যত সম্ভব উইকেট পেতে চাই।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।