কে অর্জন করবে সেই গৌরব, মুম্বাই না চেন্নাই

আইপিএলের দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদে দুদলের মহারণ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম কোয়ালিফায়ারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাইকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রোহিত শর্মার মুম্বাই। এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনালি লড়াইয়ে নাম লেখায় তারা। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার টিকিট পায় চেন্নাই। এখন পর্যন্ত সর্বোচ্চ আটবার ফাইনালে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল।
তিনবার করে আইপিএলের শিরোপা জিতেছে দুদলই। জিতলেই আইপিএলের সর্বোচ্চ শিরোপার মালিক হবে মুম্বাই অথবা চেন্নাই। কোন দল সেই গৌরব অর্জন করে তার ফয়সালা হবে রাতেই।
Add Comment