ওয়ার্নার-স্মিথে ভরসা লেম্যানের

Post Iamge

Advertise

এবার বিশ্বকাপ ধরে রাখার মিশনে বড় ভূমিকা রাখবেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার- এমনটাই মনে করেন অস্ট্রেলিয়া দলের সাবেক কোচ ড্যারেন লেম্যান। গত বছর লেম্যানের কোচের দায়িত্বে থাকার সময় বল বিকৃতির কা-ে এক বছর নির্বাসিত হন স্মিথ এবং ওয়ার্নার। পরে কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন লেম্যানও। বিশ্বকাপ নিয়ে স্থানীয় এক রেডিওতে দেয়া সাক্ষাৎকারে লেম্যান বলেন, ‘অনেকেই মনে করছেন ১২ মাস ক্রিকেটের বাইরে থাকার ফলে সমস্যা হতে পারে স্মিথ ও ওয়ার্নারের। কিন্তু আইপিএলে দেখুন ওরা কী রকম খেললো। দুই জনই রান পেয়েছে।’

নির্বাসন কাঠিয়ে অস্ট্রেলিয়া দলে ফেরার পর ডেভিড ওয়ার্নারকে একবার তিন নম্বরে ও একবার ওপেনে ব্যাটিং করিয়েছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। ওয়ার্নারের ব্যাটিং অর্ডার নিয়ে লেম্যান বলেন, ‘ওয়ার্নারের জায়গা শুরুতেই। ওপেনে নেমে বিধ্বংসী হয়ে উঠতে পারে ওয়ার্নার। সে যদি রান পায়, তা হলে অস্ট্রেলিয়া অনেক ম্যাচই জিতবে। যেমন আগের বার হয়েছিল। এ বারও যদি ওপেনিংয়ে অ্যারন ফিঞ্চের সঙ্গে জ্বলে ওঠে ওয়ার্নার তবে অস্ট্রেলিয়াকে আটকানো কঠিন হবে।’ 
 

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।