ওয়ানডেতে ইনিংসে ৩০০ রান করবেন রোহিত!

ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে মোট সাতটি। এর মধ্যে রোহিত শর্মারই রেকর্ড তিনটি। আন্তর্জাতিক একদিনের ম্যাচে এমন কীর্তি কারো নেই। সর্বোচ রানের ইনিংস ২৬৪। ২০১৪ সালের ১৩ নভেম্বর ইডেন গার্ডেনে শ্রীলংকার বিপক্ষে এ ঐতিহাসিক ইনিংস খেলেন তিনি। এবার তার কাছে এক ইনিংসে ৩০০ রানের ইনিংস চান ভক্তরা।
৩০ এপ্রিল ছিল রোহিতের জন্মদিন। একে একে পার করেছেন ৩১টি বসন্ত। ৩২ বছরে পা রেখেছেন তিনি। চলতি আইপিএলে প্লে-অফের টিকিট অনেকটা নিশ্চিত করে ফেলেছে তার দল মুম্বাই ইন্ডিয়ানস। তাই শুভদিনটিতে ভক্তদের সঙ্গে এক অনুষ্ঠানে কেক কাটেন হিটম্যান। সেখানেই তার কাছে এ প্রত্যাশা করেন তারা।
খোদ রোহিত আইসিসির টুইটারে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমার ভক্তরা আরও ডাবল সেঞ্চুরি চান। ওয়ানডে ম্যাচে আমার কাছ থেকে এক ইনিংসে ৩০০ রান আশা করেন তারা।
ভারতীয় ওপেনার বলেন, ভক্তদের প্রত্যাশার শেষ নেই। আপনি যদি ডাবল সেঞ্চুরি করেন, তাহলে তারা চাইবেন ৩০০ রান। যেটা এখন সমর্থকরা আমার কাছ থেকে প্রত্যাশা করেন।
তিনি বলেন, ওডিআই ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি আছে আমার। সচরাচর এ ফরম্যাটে ডাবল সেঞ্চুরি হয় না। আমার সেটা রয়েছে বলে তৃপ্তি পাই।
শুধু ভক্তরা নন, সতীর্থরাও রোহিতের কাছে ৩০০ রানের ইনিংস চান। তার জন্মদিনে জাতীয় দলের সতীর্থ চেতেশ্বর পূজারার টুইট, জন্মদিনের শুভেচ্ছা। আশা করি, এ বছর তোমার ব্যাট থেকে আমরা অনেক অনেক রান দেখতে পাব।
বিশ্বকাপসঙ্গী কেদার যাদব টুইটবার্তায় জানান, ২৬৪...২০৯...২০৮। নিছক কোনো সংখ্যা নয়। এগুলো আপনার কীর্তি। আগামী দিনে আরও ডাবল সেঞ্চুরি দেখতে চাই। বছরটা সুন্দর কাটুক।
রোহিত ছাড়া আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ভারতের আরও দুজন ডাবল সেঞ্চুরি করেছেন। সর্বপ্রথম এ কীর্তি গড়েন ভারতের লিটল মাস্টারখ্যাত শচীন টেন্ডুলকার। পরে তা ভেঙে দেন বীরেন্দ্র শেবাগ। এরপর মার্টিন গাপটিল ও ক্রিস গেইল এ নজির স্থাপন করেন।
Add Comment