এবারই প্রথম

নাট্যনির্মাতা শান্তা রহমান এবারই প্রথম তানভীর, শ্যামল মাওলা ও স্নিগ্ধা মোমিনকে নিয়ে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘লাল রঙের খাম’। নাটকটিতে রিজু নামের চরিত্রে শ্যামল, সাজিদ তানভীর এবং অধরা চরিত্রে স্নিগ্ধা মোমিন অভিনয় করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মুনিরা ইউসুফ মেমী। একটি দম্পতি ও তাদের পরিচিত একজন মানুষকে ঘিরে বিস্তৃত হয়েছে নাটকের গল্প। নির্মাতা জানান, ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে নাটকটি।
Add Comment