উপস্থাপনায় স্পর্শিয়া

অভিনয়ের পাশাপাশি এবার উপস্থাপনায় আসছেন গ্ল্যামারকন্যা স্পর্শিয়া। তবে টিভিতে নয়, ইউটিউবে ‘উইথ স্পর্শিয়া’ শিরোনামের একটি অনুষ্ঠান তিনি উপস্থাপনা করবেন। নিজের পরিকল্পনায় অনুষ্ঠানটির পেছনে থাকছে তারই নির্মাণ প্রতিষ্ঠান কচ্ছপ ফিল্মস। আগামীকাল থেকে অনুষ্ঠানটি নিয়মিত উন্মুক্ত হবে অর্চিতা স্পর্শিয়ার স্বনামে খোলা ইউটিউব চ্যানেলে। উইথ স্পর্শিয়া’র প্রথম পর্বে অতিথি হয়ে আসছেন সাফা কবির। অন্তর্জালে এরইমধ্যে এটির একটি প্রমো প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
Add Comment