উইন্ডিজকে উড়িয়ে দেয়ার পর যা বললেন মাশরাফি

Post Iamge

Advertise

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন ডিপার্টমেন্টেই ওয়েস্ট ইন্ডিজকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এতে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। ৩০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করেছে তারা।

ম্যাচের টার্নিং পয়েন্টে বল হাতে ৩ উইকেট নিয়ে উইন্ডিজকে ২৬১ রানে আটকে রেখেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২টি করে উইকেট নিয়ে তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুর্দান্ত ক্যাচ ধরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও সাব্বির রহমান।

পরে ব্যাট হাতে ২৬২ রানের লড়াকু টার্গেটকে মামুলি বানিয়েছেন তামিম ইকবাল (৮০), সৌম্য সরকার (৭৩), সাকিব আল হাসান (৬১) ও মুশফিকুর রহিমম (৩২)।

এমন ক্লিনিক্যাল পারফরম্যান্সের পরও আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন না টাইগার দলপতি মাশরাফি। পরের ম্যাচে আরো ভালো খেলতে চান তিনি। তাতেই এখন পুরো মনোযোগ দিতে চান। যাতে ফাইনালে খেলার পথ সহজ হয় দলের।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাশ বলেন, ফাইনালি লড়াইয়ে থাকতে হলে আমাদের আরো ভালো ক্রিকেট খেলতে হবে। মানসিক পরিপক্কতার পরিচয় দিতে হবে। সেজন্য সামনের ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছি।

কোনো টুর্নামেন্টের শুরুতে জয় পাওয়া অবশ্যই ইতিবাচক দিক। এতে মোমেন্টাম পেয়ে যায় দল। স্বাভাবিকভাবেই তা পরের ম্যাচগুলোতে সাহায্য করবে বলে মনে করেন মাশরাফি।

তিনি বলেন, যেকোনো টুর্নামেন্টের শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচে হারের পর ছেলেরা ভালো করতে মরিয়া ছিল। শুরুটা অনেক ভালো করেছে তারা। সঙ্গত কারণে পরের ম্যাচে মানসিকভাবে এগিয়ে থাকবে ওরা। এতে পারফরম করতে সুবিধা হয়।

নড়াইল এক্সপ্রেস বলেন, তামিম-সৌম্য ভালো শুরু করেছে। পরে সাকিব-মুশফিক ভালো ফিনিশিং দিয়েছে। বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেছে। এ কারণেই জয় সম্ভব হয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

সিরিজে পরের ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার একই সময়ে। সেখান থেকে যথারীতি দুই দলের লড়াই সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা, গাজী টিভি ও বিটিভি।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ