ঈদে নানা চমক নিয়ে আসিফ

গত দুইবছর ধরে অডিওর পাশাপাশি নিয়মিত মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে সংগীত তারকা আসিফ আকবরকে। বিভিন্ন ভিডিওতে তাকে দেখা যায় বিভিন্ন চরিত্রে। গানের পাশাপাশি এই সময়ে তার পারফরমেন্স ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। অনেক গানে নাচতেও দেখা গেছে তাকে। কিছু গানেতো আসিফ নিজের লুকে এনেছেন অবাক করা পরিবর্তন। সব মিলিয়ে এখন আসিফ আকবরের ভিডিও মানেই শ্রোতা-দর্শকদের কাছে ভিন্ন কোনো চমক। এদিকে গত বছর সর্বাধিক গান উপহার দিযেছেন এ সংগীত তারকা। আর আসছে ঈদেও সর্বাধিক গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। গানগুলোর অডিও-ভিডিওতে থাকছে নানা চমকও। আসিফ বর্তমানে রয়েছেন কক্সবাজারে। সেখানে নতুন গানের শুটিং করছেন তিনি। আগামীকাল ঢাকায় ফেরার কথা তার। সব মিলিয়ে চলতি মাসটা ব্যাপক ব্যস্ততায় পার করছেন তিনি। রেকর্ডিং ও শুটিং থেকে অবসর মিলেছে খুবই কম। এবারের ঈদে কমপক্ষে দেড় ডজন গান নিয়ে হাজির হবেন আসিফ। গেল কয়েকদিনেও বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার। এদিকে সম্প্রতি ক্রিকেট নিয়ে একটি গান করেছেন তিনি। বিশ্বকাপ উপলক্ষে চেয়ারআপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে। অন্যদিকে সমপ্রতি ‘রোজা’ নিয়ে একটি গান করেছেন তিনি। সাদাত হোসাইনের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন কিশোর। আর নিজের ইউটিউব চ্যানেলে এরইমধ্যে আসিফ গত কিছুদিনে প্রকাশ করেছেন ‘কি করি’, ‘এলোরে বৃষ্টি এলো’, ‘হালকা হালকা বৃষ্টি’, ‘মানুষের গান’সহ বেশ কিছু গান। আর বিভিন্ন কোম্পানি থেকে আসিফের গান আসবে ঈদে। সেসব গান নিয়েই চলছে তার এখনকার ব্যস্ততা। আসিফ আকবর বলেন, টানা কাজ করতে হচ্ছে। রেকর্ডিং আর শুটিং। এভাবেই কাটছে সময়টা। আর আমিও কাজপাগল মানুষ। কাজ করতে পছন্দ করি। প্রতিটি কাজই আমি উপভোগ করেই করছি। এবারের ঈদে বিভিন্ন কোম্পানি থেকে বেশ কিছু গান আসবে। এসব গানের অডিও এবং ভিডিওতে নানা চমক রাখার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন লুকেই আমাকে বরাবরের মতো উপস্থাপন করছেন নির্মাতারা। আমার বিশ্বাস ঈদের গানগুলো ভালো লাগবে সবার।
Add Comment