ঈদটা এবার অন্যরকম

Post Iamge

Advertise

দীর্ঘদিন ছোট পর্দায় নেই দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অনেকেরই প্রশ্ন কেন টিভি নাটকে নেই তিনি। এবার এর উত্তর পাওয়া গেছে। জানা গেছে, সিনেমার কাজে ব্যস্ততার কারণেই ছোট পর্দা থেকে তার দূরে সরে থাকা। স্পর্শিয়ার ভক্তরা এবার তাকে পাবেন সিনেমার নায়িকা হিসেবে। আসছে ঈদে দেশের প্রেক্ষাগৃহের পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ঈদে মুক্তি পাবে তার অভিনীত ‘আবার বসন্ত’ চলচ্চিত্রটি। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন। ছবিটি নিয়ে স্পর্শিয়ার অনেক দিনের অপেক্ষা। অবশেষে সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। এর আগে পয়লা বৈশাখে মুক্তির কথা থাকলেও তারিখ পেছাতে পেছাতে এখন ঈদে এসে ঠেকেছে। তাই আর তর সইছে না তার। স্পর্শিয়া বলেন, আমার অভিনীত সিনেমা শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে, তাও আবার ঈদে। আমার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষার প্রহর গুনছি। এবারের ঈদটা আমার জন্য অন্যরকম হয়ে আসছে বলতে পারি। ‘আবার বসন্ত’  ছবিতে স্পর্শিয়া অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে। তার সঙ্গে কাজের দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতার কথাও জানালেন স্পর্শিয়া। তিনি বলেন, অতি আধুনিক একজন মানুষ তারিক আনাম খান। আগেও কিছু নাটকে একসঙ্গে কাজ করেছি। তাই ছবির কাজের সময় স্বাচ্ছন্দ্যের জায়গাটা অনেক প্রশস্ত ছিল। তাকে আমি সব সময় অভিনয়ের একটা স্কুল মনে করি। এদিকে ‘আবার বসন্ত’ ছাড়াও স্পর্শিয়ার হাতে বেশ কয়েকটি ছবি আছে। সেগুলো হলো ‘বন্ধন’, ‘কাঠবিড়ালি’, ‘ইতি, তোমারই ঢাকা’ ও ‘মানুষের বাগান’। এই ছবিগুলো নিয়েও স্পর্শিয়া দারুণ আশাবাদী। চলচ্চিত্র নিয়ে এ অভিনেত্রীর পরিকল্পনা কী? তিনি বলেন, অন্যরা যেখানে বাণিজ্যিক ধারার ছবি নিয়ে অপেক্ষার প্রহর  গুনেন, সেখানে আমার প্রতিটি ছবিই বিকল্পধারার। আমিও বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু সেটির জন্য প্রস্তুত ছিলাম না। আমি শিল্পী হিসেবে সব ধরনের ছবিতেই কাজ করতে চাই। তবে অবশ্যই ভালো গল্প, ভালো নির্মাণ হতে হবে। যে ছবিগুলোতে অভিনয় করেছি এগুলো দর্শক দেখলে বুঝবে ভালো গল্প, ভালো নির্মাণ বলতে আমি কী বোঝাচ্ছি।
 

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ