ইরান থেকে জ্বালানি আমদানির বাধা কাটল ইরাকের

Post Iamge

Advertise

ইরান থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে ইরাকের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় শিথিলতা এনেছে যুক্তরাষ্ট্র। ফলে এখন থেকে ইরাক প্রতিবেশী দেশ থেকে জ্বালানি আমদানি এবং গ্যাস ও বিদ্যুৎ কিনতে পারবে।

ইরাকে নিযুক্ত মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্স জোয়ে হুড বুধবার এ কথা জানিয়েছেন।

ইরানের আরবি ভাষার টিভি চ্যানেল আল-আলম জানায়, ইরাকে রোজ ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। ইরান থেকে আমদানি করা গ্যাস দিয়ে ৪৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয়। এ ছাড়া দেশটির জন্য সরাসরি এক হাজার মেগাওয়াট তাপ বিদ্যুৎ রফতানি করে ইরান।

তবে ইরান থেকে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ইরাকের ওপর যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে।

এর আগে গত মার্চে মার্কিন প্রশাসন জ্বালানি আমদানি ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে দ্বিতীয় দফায় ইরাককে ৯০ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।