ইরান থেকে জ্বালানি আমদানির বাধা কাটল ইরাকের

ইরান থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে ইরাকের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় শিথিলতা এনেছে যুক্তরাষ্ট্র। ফলে এখন থেকে ইরাক প্রতিবেশী দেশ থেকে জ্বালানি আমদানি এবং গ্যাস ও বিদ্যুৎ কিনতে পারবে।
ইরাকে নিযুক্ত মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্স জোয়ে হুড বুধবার এ কথা জানিয়েছেন।
ইরানের আরবি ভাষার টিভি চ্যানেল আল-আলম জানায়, ইরাকে রোজ ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। ইরান থেকে আমদানি করা গ্যাস দিয়ে ৪৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয়। এ ছাড়া দেশটির জন্য সরাসরি এক হাজার মেগাওয়াট তাপ বিদ্যুৎ রফতানি করে ইরান।
তবে ইরান থেকে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ইরাকের ওপর যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে।
এর আগে গত মার্চে মার্কিন প্রশাসন জ্বালানি আমদানি ও প্রাকৃতিক গ্যাস সরবরাহে দ্বিতীয় দফায় ইরাককে ৯০ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল।
Add Comment