ইরান গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে: আমিরাত

আরব আমিরাতের উপপররাষ্ট্র মন্ত্রী আনোয়ার গার্গাশ বলেছেন, ইরানের একগুয়ে আচরণের কারণে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আমিরাতের ওই মন্ত্রী এমন সময় এ মন্তব্য করলেন, যখন মার্কিন যুদ্ধবিমানবোঝাই রণতরী হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান করছে। খবর গাল্ফ নিউজের।
ইরানের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে বিশ্বের ৩০ ভাগ তেলবোঝাই জাহাজ চলাচল করে।
ইরানের উপর যুক্তরাষ্ট্র কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর থেকে গোটা অঞ্চলটিকে স্থবির করার পরিস্থিতি সৃষ্টি করেছে দেশটি (ইরান)।
আনোয়ার গার্গাশ আরও বলেন, ইরানের কারণে আজ আমাদের এই দুর্দশা। গত সপ্তাহে ফুজাইরা উপকূলে বেশ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। এ সব হামলার পেছনেও ইরানের হাত আছে বলে দাবি করেন আরব আমিরাতের উপপররাষ্ট্র মন্ত্রী।
Add Comment