ইরানি হুমকি কমে গেছে: যুক্তরাষ্ট্র

Post Iamge

Advertise

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী প্যাট্রিক শানাহান দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন করায় ইরানের কাছ থেকে আসা হুমকি কমে গেছে।-খবর গার্ডিয়ানের

পারস্য উপসাগরের পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি মোতায়েন নিয়ে কংগ্রেসের এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমেরিকানদের ওপর হামলার সম্ভাবনা আমরা স্থগিত রেখেছি।

ইরানের কাছ থেকে আসা বাড়তি হুমকির আশঙ্কায় মধপ্রাচ্যে বিমানবাহী রণতরী, বি-৫২ বোমারু বিমান ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

সেক্ষেত্রে শানাহানের কাছ থেকে আসা এমন মন্তব্য উত্তেজনা কমারই আভাস দিচ্ছে। হুমকি কমে যাওয়া বলতে তিনি কী বোঝাচ্ছেন জানতে চাইলে শানাহান বলেন, সেখানে আমেরিকানদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। এটাকে আমি হামলার সম্ভাব্যতা কমে যাওয়া বুঝিয়েছি।

‘তার মানে এই নয় যে এর আগে আমরা যে হুমকি শনাক্ত করেছি, সেটা এখন আর নেই। আমাদের সতর্ক জবাব ইরানিদের নতুন করে ভাববার সুযোগ তৈরি করে দিয়েছে।’

তিনি আরও বলেন, আমি মনে করি, আমাদের জবাব হচ্ছে আমাদের ইচ্ছা এবং দৃঢ়সঙ্কল্প, যা মধ্যপ্রাচ্যে আমাদের লোকজন ও স্বার্থকে রক্ষা করেছে।

যে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে ইরানি বর্ধিত হুমকির দাবি করেছিল ট্রাম্প প্রশাসন, তা প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার তিনি বলেন, আমার আশা, ইরান আমাদের কথা শুনছে। বিভিন্ন বিষয় সমাধানের জন্যই আমরা মধ্যপ্রাচ্যে। কিন্তু তার মানে এই নয় যে, আমরা ইরানের সঙ্গে যুদ্ধে যাচ্ছি। একটা সময় ইরানের কাছ থেকে অধিকতর হুমকি আসছিল এবং আমরা নিশ্চিত করতে চাচ্ছিলাম, ইরান যাতে কোনো ভুল হিসাব না করে বসে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ