ইউজিসি চেয়ারম্যান হলেন অধ্যাপক ইউসুফ

Post Iamge

Advertise

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন কমিশনের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।

বুধবার ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অধ্যাপক ইউসুফ এ দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যানের নিয়মিত কাজ চালিয়ে যাবেন বলে জানানো হয় ।

গত ৭ মে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের মেয়াদ শেষ হয়। চার বছরের জন্য ২০১৫ সালের ৬ মে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকারী অধ্যাপক ইউসুফ আলী ২০১৫ সালের ২৮ মে থেকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োজিত আছেন।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।