আলমগীর কবির বিসিএমএর নতুন সভাপতি

Post Iamge

Advertise

ক্রাউন সিমেন্ট কংক্রিট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর কবির বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

৩০ এপ্রিল ঢাকায় বিসিএমের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় তাকে ২০১৯-২০ ও ২০২০-২১ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত করা হয়। ওই সভায় মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও মেট্রোসেম গ্রুপের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ১ম সহ-সভাপতি এবং কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ ২য় সহ-সভাপতি নির্বাচিত হন।

বিসিএমএ’র নবনির্বাচিত সভাপতি আলমগীর কবির দেশের অন্যতম শিল্পোদ্যোক্তা। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্ট ফ্যাক্টরির (ক্রাউন সিমেন্ট) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান এবং প্রিমিয়ার সিমেন্টের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিসিএমএ’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ ফয়জুর রহমান বকুল (হিমালয় সিমেন্ট), নির্বাহী সদস্য আবদুল খালেক পারভেজ (ডায়মন্ড সিমেন্ট), মনোয়ার হোসেন (আনোয়ার সিমেন্ট), খোরশেদ আলম (ফ্রেশ সিমেন্ট), আশরাফুল আমিন বাদল (হেইডেলবার্গ সিমেন্ট), পিএন আয়ার (ইনসি সিমেন্ট) এবং সাইফ রহমান (সেভেন রিংস সিমেন্ট)। আলমগীর কবিরের আগে বিসিএমএ’র সভাপতি হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল। সংবাদ বিজ্ঞপ্তি।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।