আম্পায়ারের সিদ্ধান্তে অভিনব প্রতিবাদ, পোলার্ডকে জরিমানা

Post Iamge

Advertise

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করে শাস্তি পেলেন মুম্বাই ইন্ডিয়ানসের ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড। আইপিএল দ্বাদশ আসরের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ওই ঘটনার দায়ে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

মুম্বাই ব্যাটিং ইনিংসের শেষ ওভারে ডোয়াইন ব্রাভোর করা দুটি বল ওয়াইড হলেও দেননি আম্পায়ার নিতিন মেনন। ফলে আম্পয়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন পোলার্ড। অভিনব প্রতিবাদস্বরূপ ব্যাট আকাশে ছুড়ে নিজের হতাশা প্রকাশ করেন তিনি। পরিপ্রেক্ষিতে আইপিএলের কোড অব কন্ড্যাক্টের ধারা অনুযায়ী তাকে জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

ক্যারিবিয়ান অলরাউন্ডারের বিরুদ্ধে এ নিয়ে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার মেনন ও ইয়ান গোল্ড। পরে নিজের দায় স্বীকার করে নেন পোলার্ড। বিধায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, পোলার্ড লেভেল ১-এর ২.৮ ধারা ভঙ্গ করেছেন। এর দায়ও স্বীকার করে নিয়েছেন। সুতরাং আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে রোববার পর্দা নেমেছে আইপিএলের দ্বাদশ আসরের। সেরা দুটি দলই ফাইনাল খেলেছে। শ্বাসরুদ্ধকর ফাইনালি লড়াইয়ে চেন্নাইকে মাত্র ১ রানে হারিয়ে রেকর্ড চারবার শিরোপা জিতেছে মুম্বাই।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।