আইয়ুব বাচ্চু স্মরণে গাইলেন প্রতিমন্ত্রী, প্রচার হবে ঈদে

Post Iamge

Advertise

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি) শখের বসে গান করেন। এর আগে, বেশ কিছু অনুষ্ঠানে তার কণ্ঠে শোনা গেছে গান। পরলোকগত ব্যান্ড তারকা ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর স্মরণে এবার তিনি গাইলেন ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ গানটি।

জনপ্রিয় সংগীত পরিচালক ফরিদ আহমেদের তত্ত্বাবধায়নে গতকাল গানটির রেকর্ড করা হয়।

 

ফরিদ আহমেদ বলেন, ‘গানের প্রতি পলক ভাইয়ের ভালোবাসা অন্য রকম। এর আগেও, তার সঙ্গে কাজ করা হয়েছে। গতকাল আমার স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন করা হয়েছে। দারুণ গেয়েছেন পলক ভাই, এক কথায় অসাধারণ। আশা করি, শ্রোতারা গানটি শুনলেই বুঝতে পারবেন।’

ফরিদ আহমেদ জানান, আগামী ঈদের দিন এবং ঈদের পরদিন চ্যানেল আইয়ের ‘ভালোবাসার বাংলাদেশ’ অনুষ্ঠানে শোনা যাবে গানটি। ঈদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কয়েকজন রাজনীতিবিদদের অংশগ্রহণে।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।