অপো’র টিভি বিজ্ঞাপনে তাসকিন-সাবিলা

Post Iamge

Advertise

স্মার্টফোন ব্র্যান্ড ‘অপো’ এর নতুন বিজ্ঞাপনে মডেল হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ এবং জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। বিজ্ঞাপনের গল্পে উঠে এসেছে বিদেশ ফেরত এক তরণীর কথা। ঈদ উপলক্ষে নির্মিত অপোর এ টিভি বিজ্ঞাপনটিতে কাজ করতে পেরে তাসকিন ও সাবিলা দু’জনেই বেশ উচ্ছ্বসিত। তাসকিন বলেন, খুব সুন্দরভাবে এ বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। কাজ করতে ভালো লেগেছে। প্রচারের পর বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সাবিলা নূর বলেন, বন্ধুত্বের বন্ধন আর যে মুহূর্তগুলোর জন্যে আমাদের বেঁচে থাকা, এ বিষয়গুলোই উঠে এসেছে দারুণ এ বিজ্ঞাপনটিতে। এটি সবার ভালো লাগবে বলে আশা রাখি।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ

নিউজলেটার জন্য সাবস্ক্রাইব করুন

আপনার ইনবক্সে সেরা খবর পেতে সাবস্ক্রাইব করুন । আমরা আপনাকে স্প্যাম করব না এবং আমরা আপনার গোপনীয়তাকে সম্মান করি।