অন্য এক তিশা

এবার অন্য এক তানজিন তিশাকে আবিষ্কার করতে পারবেন দর্শক। সম্প্রতি ঈদের একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘দি ইন্ড’। কাজল আরেফিন অমির পরিচালনায় তিশা এখানে অভিনয় করেছেন আফরান নিশোর বিপরীতে। নাটকটি ধ্রুব টিভিতে মুক্তি পাবে আসছে ঈদে। তিশা বলেন, ঈদে বেশ কিছু নাটকে কাজ করেছি। তবে এই নাটকটির গল্প ভিন্নধর্মী। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।
Add Comment