অজয়কে তামাকপণ্যের বিজ্ঞাপন না করার আবেদন ক্যানসার রোগীর

Post Iamge

Advertise

‘দয়া করে তামাকজাতপণ্যের বিজ্ঞাপন করা বন্ধ করুন।’ অজয় দেবগনের কাছে এমন আবেদন করেছেন রাজস্থানের নানাক্রম (৪০) নামে ক্যানসার আক্রান্ত এক ভক্ত।

একটি জনপ্রিয় ব্র্যান্ডের পানমসলার বিজ্ঞাপনে অজয় দেবগনকে দেখে তিনি এ আবেদন জানিয়েছেন। খবর এনডিটিভির।

নানাক্রম অজয় দেবগনের অন্ধভক্ত ছিলেন। তার পানমসলার বিজ্ঞাপন দেখে নিজেও পানমসলা খাওয়া শুরু করেছিলেন। কিন্তু তামাকযুক্ত ওই পানমসলা খাওয়ার ফলে বর্তমানে তিনি ক্যানসারে ভুগছেন।

তাই অজয় দেবগনকে অনুসরণ করে কেউ যেন আর এ ধরনের ভুল না করে, সে কারণেই তার প্রতি এমন আবেদন জানিয়েছেন নানাক্রম।

নানাক্রম অবশ্য শুধু এই আবেদন জানিয়েই থেমে থাকেননি। পাশাপাশি তিনি এক হাজার লিফলেট ছেপে নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

সম্পর্কিত পোস্ট

Add Comment

অন্যান্য সংবাদ